স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক | স্মার্ট কার্ড কিভাবে পাবো | আইডি কার্ড বের করার নিয়ম | স্মার্ট কার্ড বিতরণ ২০২৩

 স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক | স্মার্ট কার্ড কিভাবে পাবো | আইডি কার্ড বের করার নিয়ম | স্মার্ট কার্ড বিতরণ ২০২৩ | I Top Tech 24 |  

বিসমিল্লাহির রহমানির রহিম 

আসসালামু আলাইকুম 

আশা করি ভালো আছেন

এই আর্টিকেল আলোচনা করবো আপনার স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা এই সম্পর্কে।

আমাদের এমন অনেক রয়েছি যে সাধারণ আইডি কার্ড বা লেমেনেটিং আইডি কার্ড পেয়েছি। কিম্তু এখন পর্যন্ত স্মার্ট কার্ডপাইনি। তারা চাইলে Just একটিমাত্র SMS করে জেনে নিতে পারবেন। যে কবে আপনি আপনার স্মার্ট কার্ডটি পাবেন বাকোথায় থেকে আপনার কার্ডটি সরবরাহ করা হবে। এসব বিস্তারিত আলোচনা করা হবে এই আর্টিকেলে। তো চলুন আর্টিকেলেরমূল পর্বে চলে যাই। তার আগে আপনাদের বলে রাখছি এরকম প্রয়োজনীয় আর্টিকেল পেতে চাইলে আমাদের ওয়েবসাইট এরসাথেই থাকুন। 

এই কাজটি করার জন্য আপনি আপনার বাটন মোবাইল বা এন্ডয়েড মোবাইল দিয়েও করতে পারবেন। 

তবে এক্ষেত্রে বলে রাখছিআপনার মোবাইল  যদি মিনিট থাকে বা ফ্রী SMS থাকে আর যদি টাকা না থাকে তাহলে কিন্তু হবে না। আপনার সিমেঅবশ্যই টাকা থাকতে হবে। তাহলেই SMS করতে পারবেন। 

তো প্রথমে আপনি আপনার ফোনের মেসেজ Option  চলে যাবেন। আমরা এই মেসেজটা পাঠাবো 105 এ। তো এখনSender Number এর জায়গায় Type করবেন 105 এবং Message বক্সে লিখবেন SC (Space) NID লিখে আপনার যেআইডি কার্ডের নাম্বার আছে ঠিক সেটা এখানে দিয়ে দিবেন। যেমনঃ SC (Space) NID 4215****** এইভাবে লিখে আপনারযে সিমে টাকা আছে ওই সিম দিয়ে মেসেজটা Send করে দিবেন। আপনার ফোনে টাকা থাকলে মেসেজটা তাদের কাছে যাবে। 

স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক | স্মার্ট কার্ড কিভাবে পাবো | আইডি কার্ড বের করার নিয়ম | স্মার্ট কার্ড বিতরণ ২০২৩


মেসেজ Send করার পর কিছুক্ষনের মধ্যে আপনার ফোনে একটি ফিরতি মেসেজ আসবে আর সেই মেসেজে আপনাকেবিস্তারিত জানিয়ে দেওয়া হবে যে আপনার স্মার্ট কার্ডের বর্তমানে কিভাবে আছে আর আপনি এটা কবে নাগাদ পেতে পারেন।


স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক | স্মার্ট কার্ড কিভাবে পাবো | আইডি কার্ড বের করার নিয়ম | স্মার্ট কার্ড বিতরণ ২০২৩


উপরের ছবিতে লক্ষ্য করুন যে আমাকে তারা কি মেসেজ করেছে।

তারা আমাকে এখানে বলেছে যে আমার কার্ডটি তৈরি করা হয়েছে এবং আমি এটা আমি সংগ্রহ করতে পারবো।


সো এভাবে কিন্তু আপনারা আপনাদের ফোন থেকে একটিমাত্র SMS করার মাধ্যমে আপনার স্মার্ট কার্ডের Information গুলোখুব সহজে জেনে নিতে পারবেন।। 

আজকে  পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। 

আসসালামু আলাইকুম। 


Tag:  #আইডি_কার্ড_বের_করার_নিয়ম #আইডি_কার্ড_চেক #স্মার্ট_কার্ড_চেক #স্মার্ট_কার্ড_স্ট্যাটাস #স্মার্ট_কার্ড_কিভাবে_পাবো_ #২০২৩ 



 

Next Post Previous Post