Passport Check | E-passport Check online | ই পাসপোর্ট চেক করার নিয়ম |

আসসালামু আলাইকুম 

আশা করি অনেক ভালো আছেন আজকে আলোচনা করবো কিভাবে আপনি আপনার  হাতে থাকা মোবাইলের মাধ্যমে E-Passport Check করবেন।



Passport Check | E-passport Check online | ই পাসপোর্ট চেক করার নিয়ম | I Top Tech 24 |

 

আমাদের মধ্যে যারা E-Passport করার জন্য অনলাইনে আবেদন করেছি।এবং Fingerprint এনরোলমেনট করে এসেছি  

 তারা অনেকই জানি না কিভাবে  E-Passport এর বর্তমান স্ট্যাটাসটি জানতে হয়। তো বন্ধুরা এই আর্টিকেলে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা আপনাদের -পাসপোর্ট এর বর্তমান অবস্থানটি জানতে পারবেন। তার মানে আপনার Verification Complete হয়েছে কিনাকিংবা আপনার -পাসপোর্ট প্রিন্টিং এর জন্য গিয়েছে কিনা বা আপনার -পাসপোর্টটি  কি Issue হয়েছে কিনা।এসকল বিষয় আপনারা কিভাবে জানবেন সেটাই এই আর্টিকেল থেকে জানতে পারবেন। প্রসেসটি খুবই সহজ। তো চলুন শুরু করি ,তার আগে আপনাদের বলে রাখছি এরকম প্রয়োজনীয় আর্টিকেল পেতে চাইলে আমাদের ওয়েবসাইট এর সাথেই থাকুন। 

E-Passport এর বর্তমান অবস্থা জানার জন্য আপনাদের যে কাজটি করতে হবে। সর্বপ্রথম আপনি আপনার মোবাইল ফোন কিংবা কম্পিউটার থেকে যেকোনো একটি Browser  প্রবেশ করবেন। পছন্দের Browser  আসার পর এখানে Url বারে টাইপ করবেন e-passport.go.bd আপনাদের সুবিধার জন্য আমি এই লিংকটি এখানে দিয়ে দিচ্ছি E-passport.gov.bd ওখানে ক্লিক করেও ওই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। 

ওয়েবসাইটে প্রবেশ করার পর এরকম একটি পেজ Open হবে তো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ৩ডট আইকন ঠিকএখানে ক্লিক করবেন।


Passport Check | E-passport Check online | ই পাসপোর্ট চেক করার নিয়ম |



এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন Check Status নামের একটি Option দেখতে পাচ্ছেন। আপনারা এখান থেকে Check Status  ক্লিক করবেন। 


Passport Check | E-passport Check online | ই পাসপোর্ট চেক করার নিয়ম |


Check Status  ক্লিক করার পর নতুন একটি পেজ Open হবে।

এবং এখানে দেখতে পারবেন Check application Status নামের নতুন একটি Option. 

 

Passport Check | E-passport Check online | ই পাসপোর্ট চেক করার নিয়ম |
 

 

তারপর একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন Application ID এখানে আপনার Application ID দিতে বলা হচ্ছে।    তো বন্ধুরা এই Application IDটি কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার Delivery Slip এর উপরে অংশে বড় করে দেওয়া থাকবে। তো এখান থেকে আপনাকে এই এপলিকেশন আইডিটি লিখে দিতে হবে।

Application ID লেখার পরে এখানে আপনার Date of birth টি লিখে দিবেন। Date of Birt লেখার পরে এখানে দেখতে পারবেন I am human এই Option  টিতে টিক মার্ক দিবেন আর যদি আপনার সামনে ক্যাপচা আসে তাহলে সেগুলো পুরন করে দিবেন। 

 

 

Passport Check | E-passport Check online | ই পাসপোর্ট চেক করার নিয়ম |

 

আর সব কিছু ঠিকঠাক থাকলে সব নিচে দেখতে পারবেন Check নামের সেই বিখ্যাত Word টি সো আপনি এই Check Option  ক্লিক করবেন।


Passport Check | E-passport Check online | ই পাসপোর্ট চেক করার নিয়ম |


Check Option  ক্লিক করলে আপনার পাসপোর্ট এর বর্তমান অবস্থা জানতে পারবেন।


দেখতে পারতেছেন আমি যার Application ID দিয়েছি। এখানে দেখতে পারবেন Dear Md Saiful islam The enrolment for your passport is in process at local passport office. এরকম লেখা দেখাবে। তার মানে এই ব্যাক্তি কয়েকদিন আগে Enrolment করেছে তাই এখানে কিন্তু তার যে এপলিকেশনটি ছিলো তা এখনো Processing আছে বা পুলিশ Verification  আছে। 

আর যদি আপনার সবকিছু Complete হয়ে যায় তাহলে Dear Md Saiful Islam your E-Passport as arrive at the local passport office and is now ready for Issue Plesse brings the delivery slip. এরকম লেখা দেখাবে।তারমানে এই লেখাটি আপনার যখন চলে আসবে তখনই আপনি বুজতে পারবেন যে আপনার পাসপোর্ট টি Ready হয়ে গেছে।তো বন্ধুরা Passport তৈরি হওয়ার পর অনেকের ফোনে SMS আসে না। Email এর মাধ্যমে কিন্তু জানিয়ে দেয়। যারা Email দেখতে পারেন না তারা কিন্তু চাইলে এভাবে মাঝে মাঝে আপনার Passport Status দেখতে পারবেন। যখন আপনার পাসপোর্টটি প্রস্তুত হবে তখনই আপনি আপনার Delivery slip নিয়ে পাসপোর্ট অফিসে চলে যাবেন। এবং সেখান থেকেআপনার পাসপোর্টটি সংগ্রহ করতে পারবেন। 


ই পাসপোর্ট চেক করার নিয়ম

 

তো বন্ধুরা আশাকরি বুজতে পেরেছেন। কিভাবে আপনারা জানতে পারবেন যে আপনার পাসপোর্ট এর বর্তমান অবস্থা কি তারমানে আপনার পাসপোর্ট এর যে বর্তমান স্ট্যাটাস রয়েছে সেটা কোন পর্যায়ে রয়েছে। 


তো বন্ধুরা আজকের আর্টিকেলটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর এরকম আরো নিত্য নতুনপোস্টের জন্য আমাদের ওয়েবসাইট এর সাথেই থাকবেন

আসসালামু আলাইকুম।

Next Post Previous Post