Youtube থেকে ইনকাম | Youtube থেকে টাকা আয় করার উপায় | How to earn money youtube |
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম আশা করি অনেক ভালো আছেন। আজকে নতুন একটা পোস্ট নিয়ে তোমাদের সামনে হাজির হলাম এই বিষয়ে অনেকের জানা থাকতে পারে। আমার জানামতে তোমরা হযতো প্রতিনিয়ত টেক রিলেটেড এর সাথে আছেন।
Youtube থেকে ইনকাম | Youtube থেকে টাকা আয় করার উপায় | How to earn money youtube | I Top Tech 24 |
বর্তমান সময়ে
Internet থেকে টাকা ইনকাম (Earn money online) করার জন্য অনেক উপায় বা মাধ্যম রয়েছে।
Internet
থেকে টাকা ইনকাম করার জন্য আজ বেশিরভাগ ছাত্র বিভিন্ন উপায় খুঁজছেন। তাছাড়া কিছু সংখ্যক
লোক বা মহিলারা ঘড়ে বসে অনলাইনে ইনকাম করার উপায় জানার জন্য অনেকে উৎসুক।
কিন্ত মনে
রাখবেন অনলাইনে ইনকাম যেমন লাভজনক উপায় রয়েছে
ঠিক সেভাবেই অনেক মিথ্যা Fake বা জাল মাধ্যমও রয়েছে। তাই আজ অনলাইনে টাকা ইনকাম করার
উপায় গুলির মধ্যে সবগুলোই আসল (Real) বা জেনুইন (Genuine) নয়। আর তাই আমরা এই বিষয়
নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ।
Youtube Channel থেকে আয় করার উপায়
আপনার যদি
ভিডিও বানানোর কৈশল বা দক্ষতা থাকে, তাহলে একটি Youtube Channel বানিয়ে প্রতি মাসে
ভালো পরিমানে টাকা ইনকাম করতে পারবেন।
ব্লগিং এর পরে অনলাইন থেকে টাকা ইনকামের সবচেয়ে সেরা মাধ্যম হচ্ছে Youtube. আপনার যেকোনো Content তৈরি করে Youtube এ আপলোড দিতে পারবেন। যেমনঃ টিউটোরিয়াল ভিডিও, Educational Videos, Story, Informational এবং লোকেরা যে সব ভিডিও দেখতে পছন্দ করে, আপনি সেই বিষয়ে ভিডিও তৈরি করে আপলোড করতে পারবেন।
ইউটিউব থেকে টাকা আয় করার উপায়
এমনিতে ইউটিউব
থেকে টাকা ইনকামের উপায় মূলত ৩টি। যথাঃ
১.
Google Adsense এর মাধ্যমে ইনকাম।
২.
Affiliate Marketing এর মাধ্যমে ইনকাম।
৩.
Sponsorship এর মাধ্যমে ইনকাম।
এইসব ধরনের
মাধ্যম ব্যবহার করে আজ হাজার হাজার মানুষ নিজের
বানানো ভিডিও থেকে লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম করছে।
তবে প্রথম
১২ মাসের ভিতর ১০০০ Subscriber এবং ৪০০০ ঘন্টা Watchtime এর লিমিট পুরো করতে পারলে Google Adsense এর মাধ্যমে ইউটিউব
থেকে টাকা ইনকাম করার সুযোগ আপনার হয়ে যাবে।
আপনারা যদি
বেশি কষ্ট না করেই ঘরে বসে টাকা ইনকাম করতে চান, তাহলে যতটা তাড়াতাড়ি সম্ভব একটা ভালো
চ্যানেলের আইডিয়া নিয়ে Youtube Channel তৈরি করুন। এবং ভালো ভালো ভিডিও আপলোড করুন।
এতে আপানার
চ্যানেলের Subscriber এবং Views এর সংখ্যা বাড়বে আর তারপর ভালো পরিমানে আপনি ইনকাম
করতে পারবেন।
Youtube থেকে টাকা ইনকাম
চ্যানেলকে
সফল করতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাজিয়ে ভালোভাবে উপস্থাপনা করতে হবে। প্রাথমিকভাবে
কিছু জিনিস যুক্ত করা খুবই জরুরি। যেমনঃ প্রোফাইল পিকচার, ব্যানারও ওয়াটারমার্ক। আর
এগুলো যুক্ত করার জন্য অবশ্যই studio.youtube.com ব্যবহার করবেন।
এমনিতে ইন্টারনেট
থেকে অনলাইনে টাকা ইনকাম (Earning money from internet) অনেক উপায় বা মাধ্যম রয়েছে।
যেমনঃ Drop Shipping, Freelancing, Data Entry, Affiliate marketing মতো কাজ।
সো আজকে এ
এতটুকুই লিখলাম।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
আসসালামু
আলাইকুম।
