Affiliate Marketing করে আয় | I Top Tech 24 |
Affiliate Marketing করে আয়
Affiliate
Marketing আজ এমন একটি মার্কেটিং প্রক্রিয়া
হয়ে দাড়িয়েছে যেখানে আপনার যেকোনো কোম্পানির পণ্য, প্রোডাক্টস বা সার্ভিস অনলাইনে প্রোমোশন
বা প্রচার করিয়ে টাকা ইনকাম করতে পারবেন। আপনারা অন্য কোম্পানির পণ্য (Products) বা
সার্ভিস (Service) বিভিন্ন অনলাইন মাধ্যম যেমনঃ Website, Blogsite, Youtube
Channel বা Social Media পেজের মাধ্যমে অন্যদের কাছে মার্কেটিং বা প্রমোশন করতে পারবেন।
এবং যদি আপনার প্রাচার করা Link থেকে কেউ
Product বা Service ক্রয় করেন তখন সেই পণ্যের কোম্পানি আপনাকে একটটা Comission হিসাবে
টাকা দেন।
তবে একটা
জিনিস মাথায় রাখবেন Affilliate Link মানে হলো সেই Url Link যেটা আপনাকে সেই কোম্পানি
থেকে দেওয়া হয় যে কোম্পানির প্রোডাক্টস আপনি মার্কেটিং বা প্রচার করবেন। এবং
Affilliate Link এর মাধ্যমে আপনার প্রচার করা ডাইরেক্ট অনলাইন থেকে কিনতে পারবেন।
Amazon,
Flipkart, Snapdeal এর মতো অনেক E-commerce ওয়েবসাইট রয়েছে। যেগুলোর পণ্য আপনারা এফিলিয়েট
মার্কেটিং এর মাধ্যমে প্রচার করতে পারবেন।
E-commerce ওয়েবসাইট ছাড়াও ইন্টারনেটে অনেক কোম্পানি
রয়েছে যেমনঃ Domain & Hosting, Web themes, Paid plugin, Books, এবং ইন্টারনেটে
প্রায় ৯০% কোম্পানি এফিলিয়েট প্রোগ্রাম ব্যবহার করেন।
