এয়ারটেল মিনিট চেক | এয়ারটেল ব্যালেন্স চেক কোড | এয়ারটেল | Airtel |

বিসমিল্লাহির রহমানির রহিম 
আসসালামু আলাইকুম 
আশা করি অনেক ভালো আছেন।
 

 এয়ারটেল মিনিট চেক | এয়ারটেল ব্যালেন্স চেক কোড | এয়ারটেল | Airtel | I Top Tech 24 |  

এয়ারটেল মিনিট চেক | এয়ারটেল ব্যালেন্স চেক কোড | এয়ারটেল | Airtel |

 
এই আর্টিকেলে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে এয়ারটেল মিনিট চেক করবেন। সাধারণত দুভাবে এয়াটেলে মিনিট চেক করা যায়। আর এই আর্টিকেলে আমরা দুটি কোডই শেয়ার করবো।
 

এয়ারটেল মিনিট চেক

 আপনারা যখন এয়ারটেল সিমে মিনিট ক্রয় করেন। তারপর আপনাদের এই মিনিট ব্যলেন্সড চেক করা খুবই দরকার হয়ে পরে।  এর কারন হলো এয়ারটেল সিমে আমাদের কতগুলো মিনিট রয়েছে, কতগুলো মিনিট ব্যায় করেছি তা দেখার খুবই দরকার হয়ে পরে। কিন্তু আমরা জানি না কিভাবে এই মিনিট চেক করতে হয়। এই আর্টিকেলটি একটু মনোযোগ সহকারে পড়ুন তাহলেই আপনি এয়ারেটেলে মিনিট চেক করতে পারবেন।

আর এই মিনিট চেক করার জন্য আপনি আপনার ফোনের Dialpad এ চলে যাবেন। Dialpad এ আসার পর এখানে আপনাকে একটি কোড Dial করতে হবে। প্রথম যে কোডটি তাহলো *778*0# তো আপনার এই কোডটি তুলে Dial করবেন।

এয়ারটেল মিনিট চেক | এয়ারটেল ব্যালেন্স চেক কোড | এয়ারটেল | Airtel |

 আাহলে আপনারা এয়ারটেল মিনিট চেক করতে পারবেন।  এই কোডটি ডায়াল করার পর এখানে আমাকে দেখাচ্ছে You have no bonus তার মানে আমার সিমে কোনো মিনিট নেই। যদি মিনিট থাকতো তাহলে এখানে Show করতো।

এয়ারটেল মিনিট চেক | এয়ারটেল ব্যালেন্স চেক কোড | এয়ারটেল | Airtel |

 

এয়ারটেল মিনিট অফার

তো এয়ারটেল সিমে মিনিট চেক করার জন্য আরেকটি কোড রয়েছে। সেটা হচ্ছে *778*29#  তো আপনারা এই কোডটিও Dial করেও এয়ারটেল সিমে মিনিট চেক করতে পারবেন। 

এয়ারটেল মিনিট চেক | এয়ারটেল ব্যালেন্স চেক কোড | এয়ারটেল | Airtel |

এই কোডটি ডায়াল করার পর এখানে আমাকে দেখাচ্ছে You have no bonus তার মানে আমার সিমে কোনো মিনিট নেই। যদি মিনিট থাকতো তাহলে এখানে Show করতো।

এয়ারটেল মিনিট চেক | এয়ারটেল ব্যালেন্স চেক কোড | এয়ারটেল | Airtel |


এয়ারটেল সিমে বর্তমানে এই দুটি কোডই রয়েছে মিনিট চেক করার জন্য। 

 

এয়ারটেল মিনিট চেক কোড


শেষ কথাঃ 
সো আশা করছি বুজতে পেরেছেন যে কিভাবে এয়ারটেল মিনিট চেক করতে হয়। এই কোড দুটি Dial করে আপানার মিনিট চেক করে নিতে পারবেন। 
এই আর্টিকেল এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ।
আসসালামু আলাইকুম।
 
Next Post Previous Post