হোয়াটসঅ্যাপ | হোয়াটসঅ্যাপ ইনকর্পোরেটেড | হোয়াটসঅ্যাপ ব্যবহারের নিয়ম | Whatsapp
বিসমিল্লাহির রহমানির রহিম
আসসালামু আলাইকুম।
আশা করি অনেক ভালো আছেন।
সারা বিশ্বের বহু মানুষ Whatsapp ব্যবহার করে থাকেন। ব্যক্তিগত ও গ্রুপ চ্যাটের পাশাপাশি Whatsapp এর মাধ্যমে মিডিয়া শেয়ার, ভয়েস ও ভিডিও কলিং এর Option ও রয়েছে। এছাড়াও হোয়াটসঅ্যাপ এ রয়েছে, রয়েছে অনেক গুরুত্বপূর্ণ ফিচার। তার মধ্যে অন্যতম হলো লোকেশন শেয়ারিং। দুর্ধর্ষ এই ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন শেয়ার করা সম্ভব। Android ইউুজাররা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে, কিভাবে লোকেশন শেয়ার করবেন তা দেখে নিন।
হোয়াটসঅ্যাপ ব্যবহারের নিয়ম
সবার প্রথম আপনি আপনার হোয়াটসঅ্যাপ এপটি Open করবেন। Whatsapp Open করার পর আপনি যার কাছে লোকেশন শেয়ার করবেন ওই নাম্বারটি Select করবেন।
।
ওই নাম্বার Select করার পর আমরা ওই নাম্বারে লোকেশন পাঠাবো।।
লোকেশন পাঠানোর জন্য নিচে দেখতে পারবেন। কপি লিংকের মতো একটি চিহ্ন আছে অর্থাৎ আপনি যেখান থে কোনো ছবি শেয়ার করেন ঠিক ওখানে ক্লিক করবেন।
।
হোয়াটসঅ্যাপ ইনকর্পোরেটেড
এখানে ক্লিক করারা সাথে সাথেই এখানে কয়েকটি Option দেখতে পারবেন। এখান থেকে আপনি বিভিন্ন option এর কাজ করতে পারবেন। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার লাইিভ লোকেশনটি কারো কাছে শেয়ার করবেন। এখানে ডান সাইটে একটু নিচে Location নামের সেই দুর্ধর্ষ Option টি এখানে ক্লিক করবেন।
।
এখানে ক্লিক করার পর আপনাদের ফোনের লোকেশন On করার জন্য কিছু Permission চাইবে। সেগুলো Allow করে দিবেন। তারপর আপনার Current Location টি চালু হবে।এখন এই লোকেশান পাঠানোর জন্য সবার উপরে Right সাইটে কোনার দিকে বৃত্তের মতো একটি Option দেখতে পারবেন।
।
এখানে ক্লিক করলে আপনার লো্কেশনটি সিলে্ক্ট করে নিবে। এখান থেকে দুটা লোকেশন শেয়ার করতে পারবেন। একটি লাইভ লোকেশন এই লোকেশনটি পাঠালে আপনি যখন যেখানে যাবেন অপর ব্যাক্তি তা দেখতে পারবেন।
।
আরেকটি হচ্ছে কারেন্ট লোকেশন এই লোকেশনটি শুধুমাত্র আপনি যেখান থেকে লোকেশন শেয়ার করবেন অপর ব্যাক্তি ওই লোকেশনটি দেখতে পারবেন।
।
এখান থেকে আপনি যে লোকেশনটি শেয়ার করতে চান তার উুপর ক্লিক করলে লোকেশনটি Send হয়ে যাবে।
আপনার বন্ধু হোক বা কোনো আত্মীয়সজন হোক এই লোকেশনটি ব্যবহার করলে তারা আপনার কাছে খুব সহজেই কোনো ঝামেলা ছাড়াই আসতে পারবেন।
সো এই আর্টিকেল এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ।
আসসালামু আলাইকুম।
