Robi | Robi Balance Check | রবি নাম্বার কিভাবে দেখে | রবি |
বিসমিল্লাহির রহমানির রহিম
আসসালামু আলাইকুম।
আশা করি অনেক ভালো আছেন।
এই আর্টিকেলে আলোচনা করবো কিভাবে
Robi Sim Number Check, Robi Internet Balance Check, Robi Minute Check, Robi SMS Balance Check করবেন।
প্রত্যেকেটি আপনারা জানতে পারবেন। যারা এই কাজগুলো করতে পারেন। তারা আর্টিকেলটি না পড়ে এড়িয়ে যান। কেনোনা এটা আপনাদের জন্য না। যারা জানে না এই আর্টিকেল শুধু তাদের জন্যই লেখা হয়েছে।
তাহলে চলুন শুরু করি।
Robi Number Check
আমরা যারা এই আর্টিকেলটি পড়তেছি তারা হয়তো সবাই রবি সিম ব্যবহার করে থাকি। কিন্তু এই সিমের নাম্বার আপনার পরিচিত কাউকে দিতে হলে অবশ্যই Robi Number Check করতে হবে। তা নাহলে আপনি আপনার নাম্বার কারো সাথে শেয়ার করতে পারবেন না। সবার আগে ডায়ালপ্যাডটি Open করে নিবেন। এই রবি নাম্বার চেক করার জন্য আপনাকে সেই বিখ্যাত কোডটি ব্যবহার করতে হবে। কোডটি হচ্ছে *2# এই কোডটি তুলে ডায়াল করলেই আপনার Robi Number দেখতে পারবেন। হ্যা এই কোডটি দিয়েও Grameen Sim এর ও নাম্বার চেক করা হয়।
Robi Balance Check
আমরা আমাদের রবি সিমে হয়তো ফ্লাক্সিলোড করে থাকি কিন্তু কিভাবে Robi Balance Check করতে হয় তা জানি না। ব্যালেন্স চেক করার জন্য আপনি আপনার ফোনের Dialpad এ চলে যাবেন। তারপর এখানে Type করবেন *222# তুলে ডায়াল করবেন।
ডায়াল করার পর আপনি আপনার অবশিষ্ট Robi Balance দেখতে পারবেন। Robi Balance Check করার জন্য এটাই একমাত্র কোড। এবং সহজ উপায় এই কোড দিয়ে আপনি আপনার ফোনের Robi Balance Check করতে পারবেন।
Robi Internet Balance Check
আমরা এখানে কিছু বিখ্যাত লোক আছি যারা কিনা ঘরে বসে দেশ-বিদেশের খবর ছাড়াও ফেসবুক, ইউটিউব, ইমুর মতো আরো জনপ্রিয় কিছু জিনিস ব্যবহার করার জন্য Robi Internet কিনে থাকি। কিন্তু এই Internet কিনে সবাই বিপদে পড়েন, কিভাবে Robi Internet Balance Check করবেন। তা আপনারা জানেন। শুধুমাত্র ছোট একটি কোড ডায়াল করে কিন্তু এই Robi Internet Balance Check করতে পারবেন। *8444*88# এই কোডটি ডায়াল করলেই আপনার ফোনে Internet আছে কি না তা জানতে পারবেন।
Check Robi Minute Balance
এবার আমরা যারা রাত জেগে ঘন্টার পর ঘন্টা ফোনে প্রিয় মানুষটার সাথে কথা বলি ঠিক ওই সময় যখন আপনার Robi Minute শেষ হয়ে যায়। তখন আপনারা একটু দ্বিধায় থাকেন কি কারনে ফোনটি কেটে গেলো। আসলে Minute না থাকার কারণে কিন্তু কেটে যায়। আর এই মুহূর্তে Robi Minute Check করার জন্য ছোট্ট একটি কোড ডায়াল করুন। আর তা হলো *222*2# এবং ডায়াল করলেই আপনার ফোনে কতগুলো মিনিট রয়েছে তা দেখতে পারবেন।
Robi SMS Check
আর যারা সারাদিন SMS এর অপেক্ষায় থাকেন কখন আপনার সেই প্রিয় মানুষটি SMS করবো। আর এভাবে SMS করতে করতে ঠুস করে যখন SMS Send না হয়। আর ওই সময় Robi SMS Check করা খুবই প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু কিভাবে Robi SMS দেখতে হয় জানে না। তো চলুন আপনাদেরকে বাচিয়ে দেই। Robi SMS Check করার জন্য ডায়াল করুন *222*12# এবং দেখতে পারবেন আপনার প্রিয় মানুষটার সাথে কথা বলার জন্য SMS রয়েছে কিনা।
সো এই আর্টিকেল এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
আসসালামু আলাইকুম।
