SSC Exam 2023 Short Syllabus | SSC Exam 2023 Date | SSC |
বিসমিল্লাহির রহমানির রহিম
আসসালামু আলাইকুম
আশা করি অনেক ভালো আছেন।
SSC Exam 2023 Short Syllabus | SSC Exam 2023 Date | SSC 2023 | I Top Tech 24 |
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জেনে খুশি হবে যে SSC Exam 2023 কবে নাগাদ শুরু হবে সেই আপডেট নিয়ে এই আর্টিকেলটি। আমরা যারা এবার এস এস সি পরিক্ষা দিব। তারা মোটামুটি পরিক্ষার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছেন। কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না যে কবে নাগাদ এসএসসি পরীক্ষা শুরু হবে।
SSC Exam 2023
শিক্ষা জীবনের একটি পর্যায় মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থা। সেই মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থা দিয়েই প্রতিটি শিক্ষার্থীকে উচ্চ মাধ্যমিক স্তরেস্তরে প্রবেশ করতে হয়।
মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থা বলতে আমরা এসএসসি ও সমমানের পরীক্ষাকে বুঝিয়ে থাকি।
প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী এই এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে তাদের মেধা যাচাই করে থাকেন।
SSC Exam 2023 Date
তাই প্রতি বছরের মতো এ বছরেও SSC ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বলা হচ্ছে যে SSC Exam 2023 ও সমমানের পরিক্ষা অনুষ্ঠিত হবে চলতি বছরের ৩০ এপ্রিল থেকে।
গতকাল ৩০ জানুয়ারী ঢাকা শিক্ষাবোর্ড এর চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এক সংবাদ মাধ্যমে এটি জানিয়েছেন।
SSC Exam 2023 Short Syllabus
এবং শিক্ষা মন্ত্রী ড. দীপু মনিও বলেছিলেন এই বছরেও আগের বছরের মতোই Short Syllabus এ পরিক্ষা অনুষ্ঠিত হইবে।
করোনা পরিস্থিতির জন্য এসএসসি পরিক্ষার সময় সূচি পরিবর্তন করা হয়েছে। তা নাহলে প্রতিবছরের ফেব্রুয়ারী এর মাঝামাঝি সময় এসএসসি পরিক্ষা অনুষ্ঠিত হতো।
সুতরাং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এসময়ের মধ্যে তোমরা তোমাদের প্রস্তুতি নিয়ে নাও। পরিক্ষার জন্য নিজের মনোবল তৈরি করে নেওয়ার সময় হাতছাড়া করিও না।
এবারের SSC Exam 2023 পরিক্ষার্থীদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা।
এই আর্টিকেল এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আসসালামু আলাইকুম।