হোয়াটসঅ্যাপ | হোয়াটসঅ্যাপ ইনকর্পোরেটেড | WhatsApp Update |
বিসমিল্লাহির রহমানির রহিম
Most Favorite Contacts বের করুন।
আসসালামু আলাইকুম।
আশা করি অনেক ভালো আছেন।
হোয়াটসঅ্যাপ | হোয়াটসঅ্যাপ ইনকর্পোরেটেড | WhatsApp Update | I Top Tech 24 |
এই আর্টিকেলে আমি আপনাদের সাথে হোয়াটসঅ্যাপ এর দুর্দান্ত ২টি টিপস এন্ড ট্রিকস শেয়ার করবো। এই টিপস ২টি আপনাদের জানা থাকতে পারে। যারা জানেন তারা এই পোস্টটি Skip করতে পারেন। তাই আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি।
হোয়াটসঅ্যাপ
সবার আগে যে ট্রিকসটির কথা বলবো সেটা হচ্ছে
Search old chat
ধরেন আপনি হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আপনার Best Friend এর সাথে নিয়মিত চ্যাটিং করেন। তো আপনি চাচ্ছেন পূর্বে আপনার সেই Friend এর সাথে হোয়াটসঅ্যাপ চ্যাটিং এর মাধ্যমে কি কথা হয়েছিলো বা কোনো প্রয়োজনে পুরোনো চ্যাটিং দেখা দরকার। তো আপনি এখন চাচ্ছেন যে আপনি আপনার বন্ধুুর সাথে আগের করা মেসেজগুলো দেখতে। তো এই অবস্থায় আপনি কি করতে পারেন? আপনি হয়তো ভাবছেন আপনার বন্ধুর চ্যাটে ঢুকে মেসেজগুলো দেখার জন্য স্ক্রল করে করে উপরের দিকে উঠতে থাকবেন। এভাবে না খুজে আমি আপনাদের বলছি এক ক্লিকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আপনার সেই কাঙ্খিত মেসেজট দেখতে পারবেন।
মেসেজটি দেখার জন্য সেই মেসেজের যেকোনো একটি লাইন জানা থাকতে হবে। এরপর আপনি আপনার হোয়াটসঅ্যাপ এ ঢুকবেন তারপর সার্চ Option এ গিয়ে আপনার সেই মেসেজের কয়েকটি অক্ষর লিখে সার্চ করবেন। তাহলে আপনি আপনার বন্ধুর সাথে করা মেসেজটি দেখতে পারবেন।
তো এভাবে কোনো স্ক্রল করা ছাড়াই পুরোনো মেসেজগুলো দেখতে পারবেন।
হোয়াটসঅ্যাপ ইনকর্পোরেটেড
Most Favorite Contacts বের করুন।
হোয়াটসঅ্যাপে আমরা প্রতিদিন পরিচিত এবং অপরিচিত দিনে বা সপ্তাহে হাজার হাজার লোকের সাথে যোগাযোগ করি, তাদের সাথে ফাইল শেয়ার করে থাকি। আর তাই হোয়াটসঅ্যাপ ইন্সটল করার পর থেকে আজ পর্যন্ত কত জন লোকের সাথে চ্যাট করেছেন তাদের সাথে ফাইল শেয়ার করেছেন সেটা কি আপনি বলতে পারবেন। অবশ্যই না, কিন্ত হোয়াটসঅ্যাপ এসকল কিছু রেখে দিয়েছে। আপনি আপনার হোয়াটসঅ্যাপ এর Setting থেকে সেগুলো দেখতে পারবেন।
সেগুলো দেখার জন্য আপনার হোয়াটসঅ্যাপ থেকে Three Dot এ ক্লিক করে Setting চলে আসবেন।
/
এরপর এখানে Storage and data তে ক্লিক করবেন।
/
এরপর এখানে থেকে Manage Storage তে ক্লিক করবেন।
/
এরপর নিচের ছবির মতো আপনার প্রত্যেকটি Contacts এর সাথে কিছু পরিমান Storage দেখতে পারবেন। যার নামের পাশে যত বেশি Storage দেখতে পারবন। আপনি সেই ব্যাক্তির সাথে সবচেয়ে বেশি চ্যাটিং করেছেন এবং এবং বেশি ফাইল আদান প্রদান করেছেন।
এভাবে আপনি আপনার Favorite contacts খুজে বের করতে পারবেন।
WhatsApp Update
সো এই ছিলো হোয়াটসঅ্যাপের ২টি গুরুত্বপূর্ন টিপস এন্ড ট্রিকস, যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।
সবােই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
আসসালামু আলাইকুম।
