Money Income Game | গেম খেলে টাকা ইনকাম | গেম খেলে টাকা ইনকাম করার উপায় |
বিসমিল্লাহির রহমানির রহিম
আসসালামু আলাইকুম।
আশা করি অনেক ভালো আছেন।
Money Income Game | গেম খেলে টাকা ইনকাম | গেম খেলে টাকা ইনকাম করার উপায় |
বর্তমান সময়ে সবাই ডাক্তার, ইন্জিনিয়ার হতে চায়, এই আর্টিকেলে আমরা জানবো কিভাবে গেমার হওয়া যায়, এবং কিভাবে গেমার হয়ে টাকা আয় করা যায়।। পরিবারে হয়তো বলতে শুনেছেন আমার ছেলে ডাক্তার হবে ইন্জিনিয়ার হবে। কিন্তু পরিবারে কখনো বলতে শুনেছেন তার ছেলে গেমার হবে। আপনি নিশ্চয়ই কাউকে বলতে শুনেননি।
আর এসব কিছু ছাড়াও গেমিং বর্তমান সময়ে একটি খুব জনপ্রিয় শিল্প হয়েছে, অর্থাৎ আপনি যদি প্রফেশনাল গেমার হআে পারেন, তাহলে আপনার অর্থের অভাব হবে না, ভক্তের অভাব হবে না। আপনি যদি গেমার হয়ে থাকেন তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য তো চলুন শুরু করি।
কিভাবে একজন গেমার হবেন
গেমার হতে হলে কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে ডিগ্রি নিতে হবে না। প্রফেশনাল গেমার হতে হলে গেমিংয়ে দক্ষতা থাকাটাই জরুরী। আপনার যদি গেমিংয়ে দক্ষতা না থাকে তাহলে আপনি Minercraft, GTA এর মতো আরো জনপ্রিয় গেমস গুলোতে একটি ভালো গেমিং দক্ষতা তৈরি করে নিতে পারবেন। তারপর আপনি গেমিংয়ে দক্ষতা তৈরি করার পর নিচের রুলসগুলো অনুসরণ করতে পারেন।
পছন্দের গেমটি নির্বাচন করা
সঠিক গেমটি নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। সবার আগে আপনাকে জনপ্রিয় গেমটি বেছে নিতে হবে। যে গেমসটি মানুষের কাছে চাহিদা রয়েছে। ফ্রী ফায়ার, পাবজি, জিটিএ, কল অফ ডিউটি হতে পারে।
গেমিং দক্ষতা উন্নত করুন
একজন প্রফেশনাল গেমার হতে হলে আপনার মধ্যে গেমিং দক্ষতা থাকাটাই খুবই জরুরি, কারণ এটির জন্য দর্শকেরা আপনার লাইভ স্ট্রিমিং দেখবে, আপনার সাথে কানেক্টেড থাকবে। তাই যেকোনো একটি গেমিং আরও উন্নত করুন এবং গেমটিতে আরও ভালো দক্ষতা তৈরি করার জন্য গেমিংয়ে মনোযোগ দিন, আপনাকে গেমের রাজা হতে হবে।
গেমিং টুর্নামেন্টে অংশগ্রহণ করুন
টুর্নামেন্ট খেলতে আপনাকে এখনি নিজেকে শুরু করতে হবে। শুরুতে আপনি ছোট ছোট খেলতে পারেন। এবং ভালো পারফরম্যান্স করেন, তাহলে আপনি প্রথমে টুর্নামেন্ট জিতবেন। এরপর আপনি আপনি টাকা ইনকাম করতে পারবেন। সুতরাং আপনি একটি বড় গেমিং দলের কাছ তেকে ডাক পাবেন। আপনি তাদের দলে যোগ দিতে পারবেন এবং নিজেই একটি দল তৈরি করতে পারবেন।
লাইভ স্ট্রিমিং এবং ভিডিও তৈরি করুন
আপনার গেমিং দক্ষতা মানুষকে দেখান, এর জন্য আপনি বিভিন্ন সোসাল মিডিয়া প্লাটফর্ম বেছে নিতে পারন। আপনার গেমিং দক্ষতা রেকর্ড করে ফেসবুক, ইউটিউব, ইন্স্টাগ্রামে মতো আরো অনেক সোশাল মিডিয়া রয়েছে সেখানে আপলোড করুন।
আপনি যদি এগুলো চলেন তাহলে আপনাকে কেউ গেমার হতে বাধা দিতে পারবে না। মনে রাখবেন আপনি কখনো হাল ছেড়ে দিবেন না।
গেম খেলে টাকা ইনকাম করার উপায়
আপনি গেমিং থেকে এত আয় করতে পারবেন যা আপনি ভাবতেও পারবেন না। গেমিং এখন খুব দুত এগিয়ে চলেছে। তাই বর্তমানে আমাদের কাছে অনেক অপশন রয়েছে যার সাহায্যে আয় করতে পারবেন।
- টুর্নামেন্ট খেলার টাকা পাবেন।
- ইউটিউব একটি চ্যানেল তৈরি করে, সেখানে গেমিং ভিডিও আপলোড করে লাখ লাখ টাক আয় করতে পারবেন।
- আপনি যখন জনপ্রিয় হবেন, তখন আপনার অর্থের অভাব হবে না। আপনি জনপ্রিয় হলে বড় বড় কোম্পানি তাদের পণ্য প্রমোশন করার জন্য আপনাকে Hire করবে।
আপনার গেমিং ক্যরিয়ার শুরু করার জন্য এই ৩টি গেম যার মাধ্যমে আপনার মোবাইল এ গেমিং ক্যরিয়ার শুরু করতে পারবেন।
- New State Mobile
- ফ্রী ফায়ার, ফায়ার,
- পাবজি।
গেমার হতে কি কি লাগে
আপনি যদি গেমার হতে চান তাহলে আপনার অনেক কিছুর দরকার নেই। কেবল দক্ষতা থাকাটাই জরুরী।
- গেমার হওয়ার জন্য আপনার অবশ্যই দক্ষতা থাকতে হবে। আপনার যদি ভালো দক্ষতা না থাকে তাহলে আপনার দক্ষতা বাড়াতে গেমিংয়ে আপনার সময় দেওয়া উচিৎ। আপনার খেলায় যত বেশি দক্ষতা থাকবে আপনি ততোই ভালো খেলা খেলতে পারবেন।
- গেমটি খেলার জন্য আমাদের যা দরকার সেটা হচ্ছে ভালো মানের একটি ডিভাইস, পিসি বা মোবাইল গেমই হোক। আপনার ডিভাইসটি খুব ভালো হতে হবে তা কিন্তু না। গেম খেলা বেলেই হবে।
- আপনার বাজেট যতই হোক, অল্প ইনভেস্ট করে করতে হবে এবং প্রয়োজন অনুসারে ভেবে করাটাই বেটার হয়।
শেষ কথা
কিভাবে একজন প্রফেশনাল গেমার হতে হয়, গেম খেলে আয় করা যায় সেই সম্পর্কে এই আর্টিকেল এ আলোচনা করলাম যা পড়ে আপনি অনেক কিছু শিখেছেন।
যদি আপনি এই ব্লগ পোস্টটি ভালো লেবে থাকে তাহলে সোসাল মিডিয়াআে শেয়ার করবেন।
আসসালামু আলাইকুম।
