Youtube SEO | Youtube SEO কিভাবে করবো | Youtube SEO Tools |

বিসমিল্লাহির রহমানির রহিম 
আসসালামু আলাইকুম।
আশা করি অনেক ভালো আছেন।
 
Youtube SEO  | Youtube SEO কিভাবে করবো | Youtube SEO Tools |

 

Youtube SEO | Youtube SEO Tools | Youtube SEO কিভাবে করবো | I Top Tech 24 |

এই আর্টিকেল যারা পড়তেছি কম বেশি সবাই আমরা ইউটিউব ব্যবহার করে থাকি। আবার অনেকে ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য ভিডিও আপলোড করি কিন্তু সেই ভিডিও র্যাংক করাতে পারছেন না।  আসলে ইউটিউব ভিডিও র্যাংক করাতে হলে আপনাকে Youtube SEO করে ভিডিও আপলোড করতে হবে। আমাদের মাঝে অনেকে আছি Youtube SEO কি এটাই বুঝি না। SEO হলো Search Engine Optimization. 
আপনার ইউটিউবের জন্য তৈরি করা ভিডিওগুলো র্যাংকিং করার জন এসইও করার মাধ্যমে সার্চ ইঞ্জিনে র্যাংক করাতে হবে।
 

Youtube SEO Tools

 
আর যখনই আপনি র্যাংক করাবেন তখন কেউ আপনার কোনো একটি Keyword লিখে সার্চ করলেই আপনার ভিডিও তার কাছে সবার আগে দেখাবে। এতে করে আপনার ভিডিওতে সার্চ ইঞ্জিন ব্যবহার করে ভিডিওতে ভিউ আনতে পারবেন এবং আপনার ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন। ইউটিউবে ভিডিও ভাইরাল করার জন SEO অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে। 
 

Youtube SEO


আমি এই আর্টিকেল এ ইউটিউব ভিডিও ডেসক্রিপশন এর মাধ্যমে SEO করা নিয়ে আলোচনা করবো। এই আর্টিকেল পড়ে আপনিও Youtube SEO কিভাবে করে বিস্তারিত শিখতে পারবেন ইনশাআল্লাহ।

ডেসক্রিপশন এর মাধ্যমে SEO করা


আপনি আপনার ইউটিউবের জন্য তৈরি করা ভিডিওটি ডেসক্রিপশন এর মাধ্যমে Seo করতে হবে। ইউটিউব ভিডিও র্যাংক করতে হলে ভিডিও ডেসক্রিপশন অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে। আপনার ভিডিওতে ডেসক্রিপশন বক্সে ভালো করে Keyword Research করে দিবেন। তাহলে আপনার ভিডিও র্যাংক করবে এবং ভাইরাল হবে।
আমাদের মাঝে অনেকে আছি আমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে ২ থেকে ৩ লাইন হাবিজাবি কিছু লিখি, আর কিছু লেখি না। এটা ঠিক না। আপনাকে Keyword Research করে সেগুলো সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। সবকিছু বিস্তারিত লিখতে হবে। 

ডেসক্রিপশন বড় করুন।


প্রতিটি ভিডিওর জন্য ডেসক্রিপশন বক্সে আপনি ৫০০০ শব্দ ব্যবহার করে লিখতে পারবেন। আর আমরা সেখানে মাত্র কয়েকটি লাইন লিখে ভিডিও আপলোড করি। এর জন্য আমাদের ভিডিওগুলো র্যাংক করে না এবং ভাইরালও হয় নাআমাদের তৈরি করা ভিডিওর জন্য ডেসক্রিপশন বক্স অনেক বড় করতে হবে। ডেসক্রিপশন বক্সে ভিডিও রিলেটেড অনেক কিছু গুছিয়ে লিখতে হবে।  বড় ডেসক্রিপশন ভিডিও র্যাংক করাতে সাহায্য করে।

ডেসক্রিপশন বক্সে কী ওয়ার্ড ব্যবহার করা।


আপনি যখন ভিডিওর জন্য ডেসক্রিপশন লিখবেন আপনার Research করা Keyword ডেসক্রিপশন বক্সে দিতে হবে। 
৫০০ শব্দের ডেসক্রিপশন হলে সেখানে ১৫ থেকে ৩০টি Keyword ব্যবহার করে লিখতে হবে।


অন্য ভিডিও লিংক করা


আপনার Youtube Channel এর অন্যান্য যে ভিডিও আছে সেখান থেকে কয়েকটি ভিডিওর লিংক আপনার  ডেসক্রিপশন বক্সে দিতে হবে।  লিংক দেওয়ার সময় ওই ভিডিওর টাইটেল দিয় তারপর লিংক দিতে হবে। এতে করে যারা আপনার ভিডিও ডেসক্রিপশন বক্স পড়বে এবং সেখানে ভালো ভিডিওর লিংক পেলে তারা সেই ভিডিও দেখবে।
তাই ডেসক্রিপশন বক্সে ২ থেকে ৩ ভিডিওর লিংক দিয়ে দিবেন।

Tag Add করা।


ইউটিউব ভিডিও ডেসক্রিপশন এর সাহায্যে SEO করার জন্য Tag ব্যবহার করা অনেক গুরুত্বপূর্ণ।
আপনার  তৈরি করা ভিডিওতে ডেসক্রিপশন বক্সে সবার শেষে Tagg  Add করবেন। Tag ব্যবহার করলে আপনার ভিডিও র্যাংক করবে। কেউ ট্যাগ লিখে সার্চ করলে আপনার ভিডিও সবার উপরে দেখাবে এবং সেখান থেকে আপনি আপনার ভিডিও র্যাংক করাতে পারবেন।

Hastag ব্যবহার কর।


আপনার ইউটিউব চ্যানেলে প্রত্যেকটি ভিডিওতে Hastag ব্যবহারকরুন। এমন Hastag ব্যবহার করবেন যেটা অন্য কোনো ইউটিউবার ব্যবহার করে নি। এই Hastag টি ইউনিক হতে হবে। 
আপনি Hastag হিসাবে আপনার চ্যানেলের নাম দিতে পারবেন।
 

Youtube SEO Bangla

 
শেষকথা 

এই আর্টিকেল এ আমি Youtube SEO করা সম্পর্কে আলোচনা করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।  
আপনার ভিডিও র্যাংক করাতে হলে এগুলো  মেনে ভিডিও আপলোড করবেন তাহলে আপনার ভিডিও র্যাংক করবে এবং প্রচু পরিমাণে ভিউ নিয়ে আসতে পারবেন। 
আশা করি আর্টিকেলটি আপনাদের অনেক উপকারে আসবে।
 
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। এবং পরিবারের খেয়াল রাখবেন।
আসসালামু আলাইকুম।
Next Post Previous Post