এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৩- এইচ এস সি পুনঃনিরীক্ষণের ফলাফল | বোর্ড চ্যালেঞ্জ

বিসমিল্লাহির রহমানির রহিম 
আসসালামু আলাইকুম।
আশা করি অনেক ভালো আছেন।

 এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৩ | এইচ এস সি পুনঃনিরীক্ষণের ফলাফল | বোর্ড চ্যালেঞ্জ | HSC Board Challenge | I Top Tech 24 |

এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৩- এইচ এস সি পুনঃনিরীক্ষণের ফলাফল | বোর্ড চ্যালেঞ্জ

গত ৮ই ফেব্রুয়ারি ২০২৩ রোজ বুধবার বেলা ১২টায় সারাদেশে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এই পরিক্ষায় অনেকে আশানুরূপ ফল পান নি বা আপনি যে নাম্বার পাওয়ার কথা ছিলো তার চেয়ে অনেক কম এসেছে। বা এইচএসসি ফলাফল ২০২৩ পাওয়ার পর কোন সন্দেহ কিংবা বিভ্রান্তি আছে কিনা, থাকলে
সেক্ষেত্রে আপনি বোর্ড চ্যালেঞ্জ বা ফলাফল পুনঃনিনিরীক্ষণের আবেদন করতে পারবেন। 
এই আর্টিকেল এ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বোর্ড চ্যালেঞ্জ বা ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে হয়।
এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ অ্যপ্লিকেশন শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল এর মাধ্যমে করা যাবে।

এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৩


এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ এর আবেদন শুরু হবে ৯ ফেব্রুয়ারি ২০২৩।
এবং এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ এর আবেদনের শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২৩।
এইচএসসি পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২৩।

এইচএসসি পুনঃনিরীক্ষণের ফলাফল  আবেদন প্রক্রিয়া


বোর্ড চ্যালেঞ্জ এর জন্য আবেদন শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল এর মাধ্যমে করা যাবে।
সবার আগে আপনাদের হাতে থাকা মোবাইলে এর মেসেজ অপশনে যান এবং RSC <স্পেস> শিক্ষা বোর্ডের প্রথম ৩ অক্ষর টাইপ করুন <স্পেস> রোল নম্বর দিন <স্পেস> বিষয় কোড (যদি একের অধিক বিষয় হয় তাহলে প্রতিটি Subject এর বিষয় কোড লিখে কমা দিতে হবে যেমনঃ ১১২,২০৮,১০৩ এভাবে লিখতে হবে) তারপর ১৬২২২ তে মেসেজটি পাঠিয়ে দিতে হবে।
এরপর একটি পিন কোডসহ একটি এসএমএস পাবেন। সেই পিন কোডটি আগের মতো মেসেজ অপশন গিয়ে এভাবে লিখতে হবে ( RSC <স্পেস> Yes <স্পেস> পিন নম্বর <স্পেস> মোবাইল নম্বর টাইপ করতে হবে এবং এই মেসেজটি ১৬২২২ এ পাঠিয়ে দিতে হবে।)
 

HSC Board Challenge

এরপর ওই টেলিটক সিম থেকে ৩০০ টাকা কেটে নিবে। 
আর আবেদন কনফার্ম করার সময় সিমে ৩০০ টাকা রাখতে হবে।
১ম পত্র ও ২য় পত্রের বিশিষ্ট বিষয়ে ১ম পত্রের আবেদন করতে হবে। ১ম পত্রের আবেদন করলে ২য় পত্রের আবেদনও বিবেচিত হবে। এক্ষেত্রে ২য় পত্রের জন্য ৩০০ টাকা ফি প্রযোজ্য হবে।
ম্যানুয়াল কোন আবেদন গ্রহণ করা হবে না।


শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর 


1. DBA-Dhaka Board 
2. BAR-Barisal Board 
3. SYL-Sylhet Board 
4. COM-Comilla Board 
5. CHI-Chittagong Board 
6. RAJ-Rajshahi Board 
7. JES-Jessore Board 
8. DIN-Dinajpur Board 
9. MAD-Madrasha Board 
10. TEC-Technical Board 

সো  আজকে এই পর্যন্ত এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
আসসালামু আলাইকুম।
Next Post Previous Post