Youtube Update | Youtube থেকে আয় করার উপায় | Youtube |

বিসমিল্লাহির রহমানির রহিম 
আসসালামু আলাইকুম।
আশাকরি অনেক ভালো আছেন।
 

Youtube Update |  Youtube থেকে আয় করার উপায় | I Top Tech 24 | 

Youtube Update |  Youtube থেকে আয় করার উপায় | Youtube |

 

আপনারা কি জানেন একটি Youtube Channel MonMonetization করতে ৪০০০ ঘন্টার কোনো প্রয়োজন নেই। এটা আসলেই সত্যি কথা  একটি Youtube Channel Monetized    করতে ১০০০০ Subscribers এবং ৪০০০ ঘন্টা Watch Time লাগবে এট আমরা সবাই জানি। কিন্তু February মাস থেকে এটা Totally বন্ধ হয়ে যাচ্ছে। এবং যে নিয়মটি আসছে সেটা হলো একটি Youtube Channel Monetized করতে ১০০০ Subscriber এবং ৪০০০ ঘন্টা Watch Time এর কোনো দরকার নেই। আমি সব খুলে বলছি কোনো সমস্যা নেই। 
 

Youtube থেকে আয় করার উপায়

বিষয়টি হলো এরকম যে একটি Youtube Channel Monetize করতে ৪০০০ ঘন্টার দরকার হয়। তার মানে হলো যদি ১ মিনিটের ভিডিও হিসাব করা হয়। তাহলে Almost ২৪০০০ Minute যা কিনা আড়াই লক্ষ্য ভিউ হয়। আর এখানেই আসলে মনিটাইজেশন পাই না। কারণ আড়াই লক্ষ্য ভিউস আর এখানেই আসলে আমরা Monetization পাই না। কারণ আড়াই লক্ষ্য ভিউ নিয়ে আসা কিন্তু সাভাবিক  কোনো ব্যাপার না, বেশ জটিল একটা ব্যাপার। একটি নতুন Youtube বারের মতে কঠিন একটা ব্যাপার। আর তাই Youtube এর নিয় কানুন সহজ করে ফেলেছে। এবং ইউটিউব নিয়ে এসেছে Shots Monmonetization Option. এবং আপনি Shots Monetization  এর মাধ্যমে শুধুমাত্র 10M ভিউয়ের মাধ্যমে আপনার Youtube Channel টি Monetization করতে পারবেন। এখন আপনি বলতে পারেন আগে আড়াই লক্ষ্য ভিউ লাগতো সটা কঠিন মনে হয়েছিল। এখন বলতেছেন 10M ভিউ লাগবে। সটা সহজ এটা কিভাবে সম্ভব। তার কারণ হলো ইউটিউব  এ আপনি যখন Shot ভিডিও আপলোড করবেন। কোনো কারণ ছাড়াই সেটা কিন্তু Viral হয়। আমাদের এমন অনেক বন্ধু-বান্ধব আছে ারা ৮-১০ টা ভিডিও আপলোড করছে কোনো কারন ছাড়াই মিলিয়ন মিলিয়ন ভিউস হয়েছে। এবং আপনার সাথেও এটা হবে। যদি আপনি Shot Video আপলোড করেন। এবং মজার বিষয় কি জানেন Shot Video আপলোড করলই মোটামুটি Viral হয়।
 

Youtube New Update

 আপনি আপনার ইউটিউব চ্যানেলে হাবিজাবি সহকারে ১০-১৫ ভিডিও আপলোড করেন। দেখবেন কোনো না কোনো ভিডিও লক্ষ্য লক্ষ্য ভিউ হবেই। কারণ Shot Video গুলো অনেক ছোটো-ছোটো এবং মানুষ এই Shot Video বেশি পরিমাণে দেখে। আর যার কারণে shot video তে ভিউ নিয়ে আসা বা ভিউ হওয়াটা খবই সহজ একটা ব্যাপার। এবং সব থেকে মজার একটি Tips তোমাদের সাথে শেয়ার করি। সেটা হলো আপনি যখন কোনো একটি Shot Video আপলোড করবেন। তখন দেখবেন যে Shots Video এর একটু নিচে বেশ কিছু Tag বা Keyword Show করে। এই Keyword গুলো কেনো Show করে। তার কারণ হলো এগুলো ওই সময়ের Tranding Keyword সো এই Keyword যখন আপনি ব্যবহার করবেন।  তখন দেখবেন যে তুলনামূলক আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ হবে। আর তাই Shot Video তে ভিউ নিয়ে আসা খুবই সহজ। আর যেহেতু এখানে Watc Time এর কোনো ব্যপার নেই। তার মানে হলো য হলো যে শুধু 10M ভিউয়ের মাধ্যমে Monetize করতে পারবেন। 
 

শেষ কথা।

এরকম আরো ইউটিউবের নতুন নতুন আপডেট এর খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইট এর সাথেই থাকুন।
এই আর্টিকেল এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
আসসালামু আলাইকুম।
Next Post Previous Post