Business Plan In Bengali | ব্যবসায় সফল হওয়ার উপায় | ব্যবসার উদ্যোগ | ব্যবসা |
Business Plan In Bengali | ব্যবসায় সফল হওয়ার উপায় | ব্যবসার উদ্যোগ | ব্যবসা | I Top Tech 24 |
বিসমিল্লাহির রহমানির রহিম
আসসালামু আলাইকুম।
আশা করি অনেক ভালো আছেন । এই আর্টিকেলটিতে কথা বলবো ব্যবসা করার ৬টি গুরুত্বপূর্ণ পরিকল্পনা নিয়ে। আপনি কি আপনার ব্যবসায় সফলতা আনতে চান ব্যবসা পরিকল্পনা বা Business Plan ছাড়া ব্যবসায় সফল হওয়া খুবই কষ্ট সাধ্য। ব্যবসা পরিকল্পনা হলো এমন একটি Roadmap যাতে ব্যবসার সমস্ত বিষয়গুলো উল্লেখ কর থাকে। একটি লিখিত ব্যবসা পরিকল্পনা তৈরী করা উদ্যোগতা হওয়ার অন্যতম হাতিয়ার। ইনশাআল্লাহ এই আর্টিকেলে ব্যবসা পরিকল্পনার যে ৬টি বিষয় আছে তা তোমাদের সামনে তুলে ধরবো।
১. ব্যবসার উদ্দেশ্য
ব্যবসা পরিকল্পনায় আপনাকে ব্যবসার উদ্দেশ্য উল্লেখ করতে হবে। উদাহরণ হিসাবে আপনি যদি একটি ব্যকারি চালু করে গ্রাহকদের কাছে গুনগতমান সম্পন্ন পণ্য পৌছে দিতে চান। তাহলে আপনাকে ব্যবসার পরিকল্পনায় তা উল্লেখ করতে হবে। তবে খেয়াল রাখতে হবে আপনার ব্যবসার উদ্দেশ্য এই প্যারাটি যেনো বেশি দীর্ঘ না হয়। ৩০০ থেকে ৪৫০ শব্দের মধ্যে আপনার ব্যবসার উদ্দেশ্য লিখে রাখতে পারেন।
২. ব্যবসার বিস্তারিত বর্ণনা দিক
ব্যবসা পরিকল্পনায় আপনাকে ব্যবসার সমস্ত দিক বিস্তারিত বর্ণনা করতে হবে। এক্ষেত্রে আপনার ব্যবসাটি কি সেবা ভিত্তিক ব্যবসা। আপনি কি পণ্য বিক্রি করতে চাচ্ছেন। আপনার পণ্যগুলো কিধরনের। আপনি কি সরাসরি গ্রাহকদের কাছে বিক্রি করবেন। নাকি পাইকারী বিক্রি করবেন। আপনি কি নিজেই পণ্য তৈরী করবেন। আপনার ব্যবসাটি কি ইউনিক ইত্যাদি বিষয়গুলো পরিকল্পনায় উল্লেখ করতে হবে।
৩. স্বল্প মেয়াদি অথবা দীর্ঘ মেয়াদি লক্ষ্য
ব্যবসা পরিকল্পনায় আপনাকে ব্যবসার জন্য স্বল্প মেয়াদি অথবা দীর্ঘ মেয়াদি লক্ষ্যগুলো অন্তর্ভুক্ত করতে হবে। স্বল্প মেয়াদি লক্ষ্য হিসাবে আপনার ব্যবসার স্থান নির্বাচন করা ব্যবসাটির খুটিনাটি বিষয়গুলো শিখা, ব্যবসার শুরুর প্রথম বছরে আপনি কি প্রত্যাশা করেন ইত্যাদি অন্তর্ভুক্ত করতে পারেন।
৪. সম্ভাব্য গ্রাহক
আপনার ব্যবসার সম্ভাব্য গ্রাহক কারা হবেন তা ব্যবসা পরিকল্পনায় উল্লেখ করতে হবে। এক্ষেত্রে আপনার পণ্যগুলো কারা কিনবে, গ্রাহকরা কীজন্য আপনার পণ্যগুলো কিনবে, কেনো তাদের পণ্যগুলো তাদের দরকার। আপনি আপনার ব্যবসার মাধ্যমে গ্রাহকের কোন সমস্যার সমাধান করতে চাচ্ছেন ইত্যাদি বি্ষয়গুলো আপনাকে ব্যবসা পরিকল্পনায় লিখতে হবে।
৫. অর্থনৈতিক বিশ্লেষণ
অর্থনৈতিক সকল বিষয়গুলো বিশ্লেষণ করে তা পরিকল্পনায় উল্লেখ করতে হবে। ব্যবসাটি শুরু করতে আসবাবপত্র ও অন্যান্য সরাঞ্জম ক্রয় বাবদ কতগুলো টাকা খরচ হতে পারে তা উল্লেখ করুন। পাশাপাশি আপনি ব্যবসাটি থেকে কত টাকা আয় করতে পারবেন বলে প্রত্যাশা করে তা উল্লেখ করুন। অর্থাৎ আর্থিক সমস্ত বিষয়গুলো আপনাকে এই প্যারাতে লিখতে হবে।
৬. মার্কেটিং
ব্যবসার মার্কেটিং প্রক্রিয়াগুলো হচ্ছে আপনি কিভাবে সম্পন্ন করবেন। তা আপনাকে এই প্যারায় লিখতে হবে। এক্ষেত্রে আপনি ওয়েবসাইট, বিলবোর্ড, ব্লগিং ও ইলেকট্রনিকস প্রিন্ট মিডিয়ায় বিজ্ঞাপন দিবেন কি দিবেন না। কিভাবে সেমিনারের মাধ্যমে গ্রাহক আকর্ষণ করবেন এসব কিছু আপনাকে ব্যবসা পরিকল্পনায় লিখতে হবে।
শেষ কথাঃ
এই আর্টিকেল ব্যবসা পরিকল্পনার যে ৬টি বিষয় আলোচনা করা হলো এগুলো অনুযায়ী ব্যবসা পরিকল্পনা করলে ইনশাআল্লাহ আশা করা যায় আপনি আপনার ব্যবসায় সফল হতে পারবেন।
এই আর্টিকেল এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
আসসালামু আলাইকুম।
