চৌধুরী বাবর উদ্দীন মডেল মাদ্রাসা এন্ড কে.জি
দ্বিতীয় সাময়িক পরীক্ষা-২০২৩ ইং
বিষয়: বাংলাদেশ ও বিশ্বপরিচয়
শ্রেণী: তৃতীয়
সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমান: ১০০
১। সঠিক উত্তরে টিক দাও:
(ক) আমরা পৃথিবীতে বাস করি। পৃথিবী সূর্যের একটি?
ক. গ্রহ খ. উপগ্রহ গ. ছায়াবৃত্ত ঘ. ছায়া গ্রহ
(খ) নিচের কোনটি পানির উৎস নয়?
ক. জলাভূমি খ. পুকুর গ. জাল ঘ. নদী
(গ) বাংলাদেশে কয়টি বিভাগ রয়েছে?
ক. সাতটি খ. আটটি গ. দশটি ঘ. নয়টি
(ঘ) আমাদের চারপাশে যা কিছু রয়েছে তাই নিয়ে?
ক. পরিবেশ খ. সমাজ গ. পরিবার ঘ. ধর্ম
(ঙ) পানি দূষণ হলে কোন রোগটি হয়?
ক. জন্ডিস খ. সর্দি-কাশি গ. জ্বর ঘ. এইডস
২। বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দ মিল কর:
ক. পৃথিবীর চারভাগের এক ভাগ ।বিভিন্নদেশ
খ. সবচেয়ে ছোট মহাদেশ । স্থলভাগ
গ. মহাদেশের সংখ্যা । মহাসাগর
ঘ. বিশাল জলরাশিকে বলা হয় । সাত
ঙ. মহাদেশে রয়েছে । ওশেনিয়া
৩। শূন্যস্থান পূরণ কর:
(ক) আমরা ______ বাস করি।
(খ) পৃথিবীর ______ আছে স্থলভাগ ও জলভাগ।
(গ) আয়তনে সবচেয়ে বড় ______ বিভাগ।
(ঘ) প্রতিটি বিভাগে একটি করে ______ আছে।
(ঙ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের ______ ।
৪। অল্প কথায় উত্তর দাও:
(ক) কোথায় ময়লা আবর্জনা ফেলা উচিত?
(খ) পৃথিবীতে কয়টি মহাদেশ আছে?
(গ) ভাষা আন্দোলনের দাবি কি ছিল?
(ঘ) বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কত?
(ঙ) বঙ্গবন্ধু কিভাবে শহীদ হন?
(চ) পানি দূষণের দুটি কারণ লেখ?
(ছ) ভালো শিক্ষকের কিছু গুণ লিখ?
৫। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও (যেকোন পাঁচটি)
(ক) আমাদের কেন পরিবেশ সংরক্ষণ করা উচিত?
(খ) আমাদের প্রধান প্রধান প্রাকৃতিক সম্পদ কী?
(গ) স্বাধীনতা দিবস কিভাবে উদযাপন করা হয়?
(ঘ) আমরা কেন বঙ্গবন্ধুকে জাতির পিতা বলি?
(ঙ) আমাদের পরিবেশ কিভাবে দূষিত হয়?
(চ) অতিরিক্ত শব্দের ফলে কি হয়?