কিভাবে VPN ব্যবহার করবেন দেখুন?
বিসমিল্লাহির রহমানির রহিম
আসসালামু আলাইকুম
আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি।
কিভাবে VPN ব্যবহার করবেন দেখুন?
ভিপিএন এর কাজ কি?
বিশেষ করে আমরা যারা ফ্রী ফায়ার গেমস খেলি আবার অনেকে অন্যান্য দেশের সার্ভার দিয়ে অনলাইনে কাজ করি। তারা সবাই কম বেশি ভিপিএন সম্পর্কে জানি। অথবা প্লে স্টোর থেকে এপস ইনস্টল করার সময়ও অনেক ভিপিএন দেখেছিলাম আবার ইউটিউবে অনেকে ভিপিএন নিয়ে টিউটোরিয়াল ভিডিও আপলোড করেছে সেই ভিডিওগুলো দেখেছি। এর পর ভিপিএন সম্পর্কে জেনেছি। আর আমিও এই আর্টিকেল এ কিভাবে VPN ব্যবহার করবেন? ভিপিএন এর কাজ কি? ভিপিএন কি? এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ।
VPN কি?
Vpn হচ্ছে আইপি পরিবর্তন করার সিস্টেম। মনে করেন আপনার একটি ওয়েবসাইট আছে। যেখানে প্রতিদিন অনেকে ভিজিট করে।এখন আপনি আপনার ওয়েবসাইটে দেখতে চাচ্ছেন কোন দেশ থেকে কতজন ভিজিট করতেছে। এবং আপনি তাদের আইপি ট্রাক করে তাদের সব তথ্য দেখতে পারবেন।
কিন্তু কেউ যদি Vpn ব্যবহার করে আপনার ওয়েবসাইটে ভিজিট করে। আর আপনি যদি তার আইপি ট্রাক করেন তাহলে তার সব তথ্য ভুল দেখাবে। কেননা ওই ব্যাক্তি Vpn ব্যবহার করে তার আইপি পরিবর্তন করেছে তাই তার তথ্য ভুল দেখাবে।
Vpn কেন ব্যবহার করা হয়
তাহলে Vpn কি এই প্রশ্নের উত্তর পেয়ে গেছি। এখন আমি আপনাদেরকে একটু গভীরভাবে আপনাদের বুঝাবো যে মানুষ Vpn কেন ব্যবহার করে।?
ভিপিএন কি এর উত্তরে বলেছিলাম Vpn আপনার Location and IP Address পরিবর্তন করে। তাহলে এখন প্রশ্ন জাগতে পারে মানুষ কি তাহলে এজন্য ভিপিএন ব্যবহার করে। উত্তরে আমি আপনাদেরকে বলবো যে হ্যাঁ মানুষ একারণেই ভিপিএন ব্যবহার করে। নিম্নে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি।
সারা বিশ্বে অনেক দেশ রয়েছে। আর এই প্রতিটি দেশেই হাজার হাজার ওয়েবসাইট রয়েছে। প্রতিটা দেশের ওয়েবসাইটে অনেক নিয়মকানুন আছে। উদাহরণসরুপ, আপনার এখন বর্তমান বয়স আঠারোর নিচে। এবং এই বয়স অনুযায়ী আপনার Google Account ওপেন করা আছে। আর কিছু কিছু ওয়েবসাইট রয়েছে যেখানে আঠারো বছর বয়সের নিচে কেউ প্রবেশ করতে পারবেন না। কিন্তু আপনি এসময় যদি কোনো Vpn ব্যবহার করে ওইসব ওয়েবসাইট এ প্রবেশ করেন তাহলে কোনো সমস্যা হবে না। কারণ ভিপিএন এমনভাবে বানানো হয়েছে যেখানে আপনার বয়স থাকবে সর্বনিম্ন ২৫ বছর।
এরপর অনেক ওয়েবসাইট রয়েছে যা কিনা বাংলাদেশ সার্ভারে ব্যান করা হয়েছে। যেমন: FreeFire বাংলাদেশ সার্ভারে খেলা যায় না কিন্তু কেউ যদি Vpn ব্যবহার করে তাহলে বাংলাদেশ থেকে এই গেম এখন খেলতে পারবে। ঠিক এরকম আরো অনেক ওয়েবসাইট রয়েছে যা আমরা বাংলাদেশ সার্ভারে ব্যবহার করতে পারি না। এর জন্য আমরা ভিপিএন ব্যবহার করি। আমাদের Vpn যতক্ষন কানেক্ট থাকে ততক্ষণ আমরা সেই ওয়েবসাইট চালাতে পারি। কিন্তু যখন ভিপিএন ডিসকানেক্ট তখন ওইসব ওয়েবসাইট ব্যবহার করতে পারি না। যারা ফ্রি ফায়ার এবং পাবজি খেলেন। তারা লক্ষ করবেন যে এসব গেমসগুলোতে যখন কোনো ইভেন্ট চালু করে বিশেষ করে USA Country জন্য।তখন দেখবেন USA দেশ ছাড়া এসব এসব ইভেন্ট নিতে পারি না। কিন্তু আপনি যদি Vpn ব্যবহার করে USA সার্ভারে কানেক্টেড হন তাহলে নিতে পারবেন।
VPN ব্যবহার এর অসুবিধা
অবশ্যই VPN ব্যবহারের কিছু অসুবিধা রয়েছে। যেকোনো জিনিসের সুবিধা থাকলে তার অসুবিধাও থাকবে এটাই সাভাবিক। তাই কয়েকটি অসুবিধার কথা এখানে তুলে ধরছি।
কেউ যদি ভিপিএন ব্যবহার করে ফেসবুক চালায় তাহলে তার একাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে।
Vpn ব্যবহার করে আপনি যদি ইউটিউব চ্যানেল খুলে থাকেন। সেক্ষেত্রে আপনার সমস্যা হবে। কেননা ইউটিউব গুগলের প্রডাক্ট। আপনি গুগলকে কখনো বোকা বানাতে পারবেন না।
ভিপিএন ব্যবহার করে Mastercard বা অনলাইনে লেনদেন না করাই ভালো হয়। যদি Vpn ব্যবহার করে অনলাইনে লেনদেন করেন। তাহলে আপনার Account এর কোনো সমস্যা হলেও হতে পারে তাই সবাই সাবধান থাকবেন।এরকম আরও অনেক অসুবিধা রয়েছে। এসব অসুবিধা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে ভিপিএন কিনে তারপর ব্যবহার করলে কোনো সমস্যা হবে না।
কিভাবে Vpn ব্যবহার করব।
এসকল ভিপিএন ব্যবহার করা একদম সহজ। আপনি Play Store এ গিয়ে এসকল ভিপিএন সার্চ করলেই পেয়ে যাবেন। সেখান থেকে ইনস্টল করে ব্যবহার করতে পারবেন।
পরিশেষে
আমি এই আর্টিকেল এ ভিপিএন সম্পর্কে যেটুকু আলোচনা করলাম আশা করি আপনাদের কিছু বোঝাতে পেরেছি। যদি আপনি মনোযোগ সহকারে এই আর্টিকেল পড়ে থাকেন।
পোস্ট ট্যাগ: কিভাবে VPN ব্যবহার করবেন দেখুন, ভিপিএন এর কাজ কি, ভিপিএন ব্যবহারের নিয়ম, ভিপিএন কি, ভিপিএন কিভাবে কাজ করে, vpn এর সুবিধা কি, vpn কিভাবে কাজ করে, Vpn এর অসুবিধা।
এই আর্টিকেল এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
আসসালামু আলাইকুম।
